খুলনার দৌলতপুর এলাকা থেকে তামিম (১৬) নামের এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওই রিক্সা চালক দৌলতপুর থানাধীন শিকারীর মোড় এলাকার বাসিন্দা জনৈক মিজান জমাদ্দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী খুলনা গেজেটকে বলেন, তামিম পেশায় একজন রিক্সা চালক। প্রতিদিন সন্ধ্যার পর রিক্সা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয। সোমবার সন্ধ্যায় রিক্সা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় সে, রাতে বাড়ি যায়নি। সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ক্রাইমসিনের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে এটি স্বাভাবিক মৃত্যু বা অন্যকিছু।
খুলনা গেজেট/এনএম