উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে খুলনা মৎস্য অধিদপ্তর কর্তৃক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভাগীয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে বিভাগীয় মৎস্য অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা জেলার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মৎস্য অধিদপ্তর খুলনার সমন্বয়ক ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহিদুল হাসান, বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সরোজ কুমার মিস্ত্রী, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা জাকারিয়া রবিন, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা শাহী ইমরান রাসেল।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উম্মুক্ত পরীক্ষার মাধ্যমে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার আলাদা করার চিন্তা বাদ দেওয়ার দাবি জানান বক্তারা।
খুলনা গেজেট/এনএম