খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবলের ফাইনালে বিদ্যুৎ ক্লাব ৩-০ সেটে ইয়ং উল্কা ক্লাবকে পরাজিত করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ভলিবল লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওজোপাডিকো খুলনার ডিজিএম মোঃ নাজমুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম, লীগ পরিচালনা কমিটির সম্পাদক মোঃ মঈনুল ইসলাম মঈন সহ অংশগ্রহনকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তারা।
খুলনা গেজেট/এমএম