নানা কর্মসূচি মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) খুলনার নগরীর একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি’ স্লোগানে এই সেমিনারের আয়োজন করে মোংলা-খুলনা আঞ্চলিক কমিটি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর-অঞ্চল, খুলনার কমিশনার শ্রাবণী চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা কাস্টম হাউজের কমিশনার ম. সফিউজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে কর-অঞ্চল খুলনার কমিশনার শ্রাবণী চাকমা দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক গতিশীলতা আনার জন্য বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগের অবদান তুলে ধরেন এবং আন্তর্জাতিক কাস্টমস দিবসের এই বিশেষ সেমিনার আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট, খুলনা এর কমিশনার এস. এম. সোহেল রহমান, মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ আহসান টিটো।
মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ আহসান টিটো স্টেকহোল্ডারদের পক্ষ হতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় ২৬ জানুয়ারি বিশ্বের ১৮৬ টি দেশের পাশাপাশি বাংলাদেশেও বিশ্ব কাস্টম দিবস আমরা পালন করছি। আমাদের নতুন যে কাস্টম পরিবার রয়েছে এবং নতুন আঙ্গিকে যে এনবিআর ভবন সেখানে বিভিন্ন দপ্তরকে একত্রে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ছয়টি সংস্থার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা চাই ৩৯ টি সংস্থা একসাথে কাজ করুক। ৩৯টি সংস্থা একসঙ্গে কাজ করলে আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের কাস্টমস হাউজ মোংলা। কাস্টমসের কর্মকর্তারা মোংলা বন্দর কেন্দ্রিক। খালিসপুর কাস্টমসের পরিচালনার যে প্রক্রিয়া ছিল তার মাধ্যমে এটা বাস্তবায়ন হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। যেটা কোনোভাবেই বিঘ্নিত হচ্ছিল না। কিন্তু পুরনো কাস্টমস থেকে আমাদের চলে যেতে হল। আমরা এখন লক্ষ্য করছি আমাদের কর্মকর্তা, স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের ১৩০ কিলোমিটার শাস্তিমূলকভাবে যাতায়াত করতে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডকে আহবান করে তিনি বলেন, তাকিয়ে দেখুন আমাদের এস্টেক হোল্ডারদের দিকে, মোংলা কাস্টমস হাউজে বা এখানে যারা কাজ করছেন তারা তাদের কাজের গতি হারিয়ে ফেলছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সিএন্ডএফ ও শিপিং এজেন্টের নেতৃবৃন্দ, আমদানিকারক, রপ্তানিকারক, মোংলা বন্দর ও মোংলা ইপিজেড এর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারবৃন্দ।
মোংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, খুলনা এর কমিশনার এস, এম. সোহেল রহমান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
খুলনা গেজেট/ টিএ