বিভাগীয় পর্যায়ে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক এক বিনিময় সভা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আড়ংঘাটা থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো এ মতবিনিময় সভার আয়োজন করে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, বিএমইটির ডাইরেক্টর (ট্রেনিং) মোঃ সালাউদ্দিন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক এটিএম শওকত হোসেন, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো চীফ এনামুল হক, হ্যামকো গ্রুপের চেয়ারম্যান, সৈয়দ আহমেদ তালুকদার, প্রবাসী কল্যাণ ব্যাংকে, খুলনার ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজের, শিক্ষক, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ