খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
  টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ফরচুন বরিশালের, ফাইনালে চিটাগং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে

খুলনায় কাবাডি লীগে জুনিয়ার মোহামেডান চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত কাবাডি লীগের ফাইনালে জুনিয়ার মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৪-১৪ পয়েন্টে দিঘলিয়া নওজোয়ান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকালে খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়বাহক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কাবাডি লীগ পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম রহমান, মুস্তাফিজুর রহমান বাবলু, সদস্য মোঃ বেল্লাল হোসেন, মেহেদি হাসান রোহান, লীগ পরিচালনা কমিটির সম্পাদক খান আব্দুল মান্নান, সহ অংশগ্রহনকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। খেলা পরিচালনা করেন- শহ আলম, আনিচ, সোহেল মোজাম্মেল ও শাহ আলম-২।

খুলনা গেজেট/এম মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!