খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গাজী মো. মঞ্জুর মুর্শিদের বাবা প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহসীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ) আনুমানিক সকাল ১০টায় যশোর শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এক সন্তান গাজী মো. মঞ্জুর মুর্শিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
অধ্যাপক মোহাম্মদ মহসীনের রয়েছে এক বর্ণাঢ্য শিক্ষকতার জীবন। সর্বশেষ তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গুনী এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/এএজে