খুলনা, বাংলাদেশ | ২০ ফাল্গুন, ১৪৩১ | ৫ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

খুবির বি‌ভিন্ন একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন শুরু

খু‌বি প্রতি‌নি‌ধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বি‌ভিন্ন একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। এরই অংশ হি‌সে‌বে ১ নং ভব‌নের নিচতলার প্রবেশমুখে মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এ সুবিধা চালু করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুুষ্ঠানের ছবি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি এখানে প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবগুলো একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার মনিটর স্থাপন করা হবে। যাতে কেউ বিশ্ববিদ্যালয় এলে সহজেই বুঝতে পারে- এ বিশ্ববিদ্যালয় কতটা প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাশক্তির। তিনি এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!