খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক’র পিতা ও একই ডিসিপ্লিনের প্রফেসর মো. সারওয়ার জাহান’র শ্বশুর এরশাদুল হক গতকাল রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নিরালা জামে মসজিদে জানাজা শেষে তাকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রফেসর ড. সাবিহা হকের পিতা ও প্রফেসর মো. সারওয়ার জাহানের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, কলা ও মানবিক স্কুলের ডিন এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এরশাদুল হকের মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো খুলনার সভাপতি সৈয়দ জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
খুলনা গেজেট/জেএম