খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত আজ ৩১ মার্চ (সোমবার) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। প্রতি বছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ব্যাপক সংখ্যক লোকদের অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়।
জামাত শেষে দোয়ার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ঈদ জামাত উদযাপন কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এ সময় তারা ঈদের জামাতে শরিক হওয়া মুসল্লিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান জানান এবং প্রথমবারের মতো কেন্দ্রীয় মাঠে আয়োজিত এই ঈদ জামাত আগামীতে আরও বড় পরিসরে আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন।
জামাতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস। খুতবা শেষে দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপাচার্য ও উপ-উপাচার্য জামাতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, পার্শ্ববর্তী এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্দিষ্ট স্থানে গাড়ি/যানবাহন পার্কিংয়ের সুব্যবস্থা রাখার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রবেশদ্বার খোলা রাখা হয়। ফলে ব্যাপক সংখ্যক লোকের অংশগ্রহণে সুষ্ঠু ও নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এনএম