খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাঠকে জামাত উপযোগী করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর খুবিতে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
রবিবার (২৩ মার্চ) সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদ জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন এবং প্রথমবারের মতো মাঠে আয়োজিত ঈদ জামাতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানান।
ঈদকে সামনে রেখে এখন, মাঠক পরিষ্কার করে মধ্যে বাঁশ পুতে ও সামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এছাড়া ইতোমধ্যে মাঠে ‘ঈদ মোবারক’ লেখা সম্বলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ঈদ জামাত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে প্রচার-প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মোঃ মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপক সংখ্যক লোকদের ঈদ জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ