খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দিনের প্রথম খেলায় বাংলা ডিসিপ্লিন ১২৪ রানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা ডিসিপ্লিন ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ১দ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করতে সমর্থ হয়।
অপর খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ৮ উইকেটে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
খুলনা গেজেট/এএজে