খুলনা, বাংলাদেশ | ২ ফাল্গুন, ১৪৩১ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
  অর্থপাচার : ৫ আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের ২ হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬ হাজার কোটি টাকা জব্দ : বিএফআইইউ
  আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক

খুবিতে ক্রিকেট : এটি, ইসিই ও ইংরেজি ডিসিপ্লিনের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার আজকে ৩ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম খেলায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ৫ উইকেটে ইকোনমিক্স ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইকোনমিক্স ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৪ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

দ্বিতীয় খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়ারমেন্ট ডিসিপ্লিন ৫ উইকেটে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে সয়েল, ওয়াটার এন্ড এনভায়ারমেন্ট ডিসিপ্লিন ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

তৃতীয় খেলায় ইংরেজি ডিসিপ্লিন ৯ উইকেটে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইংরেজি ডিসিপ্লিন ৯.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!