খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তঃডিসিপ্লিন ক্রিকেটে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৭ উইকেটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) খুবির শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লীগ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান করে জয়ের লক্ষে পৌছে যায়।
খুলনা গেজেট/এমএম