খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
খুলনায় পৃথক দোয়া ও আলোচনা সভা

‘খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন’

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই এই সরকার মিথ্যা মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছেন। একই পন্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সরকার বিএনপির প্রতিদিন নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা দিচ্ছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে তাঁর রোগমুক্তি এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা অবিলম্বে সরকার পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করার আহবান জানান।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আ. রহমান, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান, মোল্লা খাইরুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোঃ তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, রুবায়েত হোসেন বাবু, ইলিয়াস হোসেন মল্লিক, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মনিরুজ্জামান লেলিন, নাজির উদ্দিন নান্নু, মোঃ ইকবাল শরীফ, মোঃ হাবিবু রহমান বিশ্বাস, শেখ সরোয়ার হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, আলী আক্কাস, আখতারুজ্জামান সজীব, আতাউর রহমান রুনু, ম.শা. আলম, আসাদুজ্জামান আসাদ, আনজিরা খাতুন, নিঘাত সীমা, ইসতিয়াক আহমেদ ইসতি, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, আজাদ আবুল কালাম, হিমায়েত হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিএনপির অপর অংশের উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ আসর সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চুর সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

সভায় বক্তরা বলেন, নেত্র নিউজের প্রতিবেদনে ‘নির্যাতন সেল’ সম্পর্কে প্রচারিত তথ্যে বিএনপির দাবি প্রমাণিত হয়েছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অপহরণ, গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন করেছে। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাইকমিশনারের কাছে এই জঘন্যতম বর্বরোচিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিন্দা জানানো হয়েছে। তারাও অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন মহিবুজ্জামান কচি, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, আবুল কালাম শিকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, আকরাম হোসেন খোকন, ইশহাক তালুকদার, মীর কবির হোসেন, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, জাহিদ কামাল টিটো, তৌহিদুল ইসলাম খোকন, কামরান হাসান, ওলিয়ার রহমান, নিয়াজ আহমেদ তুহিন, শরিফুল ইসলাম বাবু, কাজী ফজলুল কবির টিটো, মোহাম্মদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, ইকবাল হোসেন, ওমর ফারুক, মনিরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, খান শহিদুল ইসলাম, মাওলানা মুজিবর রহমান, এড. কামাল হোসেন, এড. রফিকুল ইসলাম, এড. ওমর ফারুক, কামরুজ্জামান সিরাজ, জাকারিয়া লিটন, সৈয়দ হুমায়ুন কবির, গোলাম নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, শাকিল আহমেদ, হাবিবুর রহমান কাজল, ওহাব শরীফ, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, এম এ হাসান, আলমগীর হোসেন, হারুন মোল্লা, মোজাম্মেল হোসেন, মো. কামাল হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, তরিকুল ইসলাম তুষার, আমিনুল ইসলাম বুলবুল, সৈয়দ গাজী, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, আশিকুর রহমান আশিক, সেলিম বড় মিয়া, খান আবু দাউদ, ঈসা শেখ, শামীম খান, পারভেজ মোড়ল, হাবিবুর রহমান, বাবুল হোসেন, মাসুদ রেজা, কামরুল আলম, শেখ সাজ্জাদ হোসেন, কামরুল হোসেন, এরশাদ, কবির বিশ্বাস, মাসুদ রুমী, নাজমুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আব্দুল জলিল হাওলাদার প্রমুখ।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!