খুলনা, বাংলাদেশ | ২ পৌষ, ১৪৩১ | ১৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক মন্ত্রী-আমলাসহ ১৬ জনকে আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
  পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রিটের রায় আজ

খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক নেতাদের আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় যোগীপোল ইউনিয়নের জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক খুলনা -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মতিয়ার রহমান। থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম ও আরিফুর রহমান মিঠু।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মহানগর বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।

১৬ ডিসেম্বর জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে ওই এলাকার স্থানীয় বিএনপি’র এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমার্থকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নৈশ ভোজের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হয়।

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!