খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

কয়রায় অবৈধভাবে গড়ে ওঠা শুটকির ডিপো উচ্ছেদ

কয়রা প্রতিনিধি

সুন্দরবনের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা ৪ টি শুটকির (খটি)ডিপো উচ্ছেদ করেছেন প্রশাসন।

জানা গেছে, খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাছ শুটকির (খটি) ডিপো রয়েছে। সেখানে শুকানো হয় সুন্দরবনের বিভিন্ন নদী-নালা থেকে বিষ প্রয়োগ করে মারা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ।

সম্প্রতি ওই সকল খটি বন্ধের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগ এক সপ্তাহ সময় দিয়ে মাইকিং করলেও খটির মালিকরা নির্দেশ অমান‌্য করায় ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস অভিযান চালিয়ে মহারাজপুর ইউনিয়নে ৪ টি শুটকি (ডিপো) উচ্ছেদ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আবু সালেহ ,বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!