মহান আল্লাহর দরবারে ক্ষমা এবং নিজে ও দেশজাতির কল্যাণ কামণার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র শবে বরাত। ফজরের আগে মসজিদে মসজিদে কান্নারত অবস্থায় মুসুল্লীরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। ফজরের নামাজের পর সবাই বাড়ি ফিরে যান। আজ শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এছাড়া রাতভর ইবাদতের কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও আজ সাধারণ ছুটি পালন করবে।
এর আগে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সন্ধ্যার পর নগরীর বিভিন্ন মসজিদে দেখা যায়, মুসল্লিরা দলে দলে নফল ইবাদত করছেন। বিভিন্ন মসজিদে বয়ান হচ্ছে, মুসল্লিরা তা শুনছেন।
এছাড়া দুনিয়া থেকে বিদায় নেওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করছেন অনেকে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর থেকে নগরীর কবরস্থানগুলোতে জিয়ারত করতে আসা মৃত ব্যক্তিদের স্বজনদের ভিড়ও দেখা গেছে।
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত এই রাত। পবিত্র এই দিনটির জন্য মসজিদে মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। আল্লাহর রহমত-বরকত প্রত্যাশায় জিকির আজকার করতে মসজিদে অবস্থান করছেন তারা।
এছাড়াও বড় বড় মসজিদগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিকার ভাসমান দোকানও।
খুলনা গেজেট/এইচ