খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন
  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোন মামলা নেই : প্রধানমন্ত্রী
  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

কেরালায় কৃষি আইনের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাশ

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে ভারতের কেরালা রাজ্য বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ হল। সিপিআইএম নেতৃত্বাধীন বাম শাসিত কেরালা রাজ্যে এই প্রস্তাব পাশ হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। এই প্রস্তাবে কংগ্রেস বামেদের পাশাপাশি কংগ্রেসও সমর্থন দিয়েছে। কেরালা বিধানসভায় বিজেপির একটি মাত্র আসেন। প্রস্তাব পেশ করার সময় তিনি ছিলেন না। কংগ্রেস ও বাম বিধায়করা এই বিল বাতিলে সায় দিয়েছেন।

দুই পক্ষই বলেছেন, এই কৃষি আইন দেশের অর্থনীতিকে দুর্বল করে দেবে। কৃষক- ক্ষেতমজুররা শেষ হয়ে যাবেন। কেরালা বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজয়ন ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কেরালাকে যুদ্ধকালীন তৎপরতায় করোনামুক্ত করেন যা একটি নজিরবিহীন ঘটনা। তিনি কৃষি আইন প্রসঙ্গে বলেন, এমন একটি ব্যবস্থা গ্রহণ করা দরকার যেখানে দেশের দরিদ্র মানুষ সব ধরনের সুযোগ পান।

এদিকে ভারতে কৃষক-ক্ষেতমজুরদের আন্দোলন বড় আকার ধারণ করছে। আন্দোলন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রতিটি রাজ্যে। বিজেপি সরকার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে চৌঠা জানুয়ারি দিন ধার্য করে প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু আন্দোলনের অন্যতম নেতা অভীক সাহা বলেন, আগে সর্বনাশা কৃষি আইন বাতিল করার নিশ্চয়তা দিতে হবে তবেই আলোচনায় যাবো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!