খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

কৃষি কর্মকর্তাদের দ্রুত যোগদানের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে দ্রুত যোগদান করানোর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমন্বয় কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় যোগদানের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব ইমাম হাসান রনি, মেহেদী হাসান, রনি হালদারসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির তিন বছর ও তালিকা প্রকাশের পর ১ বছর অতিক্রান্ত হলেও ১ হাজার ৬৫০ জন নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা যোগদান করতে পারেনি। এতে এসব কর্মকর্তরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আগামী সাত দিনের মধ্যে এসব কর্মকর্তাদের যোগদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর নিকট দাবী জানান তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!