খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর
  গাজীপুরের পূর্বাইলে লরি-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
  গাজীপুরের কাশিমপুরের স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
  ব্যবসায়ীকে অপহরণ : যুবদলের সাবেক সভাপতি, জাতীয় নাগরিক পার্টির নেতাসহ আটক ৫

কুরআন ও অন্যান্য আসমানী গ্রন্থ নাজিলের মাস রমজান

ড. মুহাম্মদ ইউসুফ আলী

রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। এই মাসের বিশেষত্ব ও ফজিলতের প্রধান কারণ হলো এই মাসেই মহা গ্রন্থ আল কুরআন নাজিল হয়। আল্লাহ তায়ালার ঘোষণা, রমজান মাসই হল সে মাস, যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী (বাকারা: ১৮৫)। পবিত্র কুরআন নাজিলের কারণেই শবে কদরের রাতের গুরুত্ব যা হাজার মাস থেকেও উত্তম। মহানবী হযরত মুহাম্মাদ (স.) কে ফেরেশতা জীব্র্াইল (আ:) রমজান মাসে সম্পূর্ণ কুরআন তেলওয়াত করে শুনাতেন এবং নিজেও আল্লাহর রসুলের কাছ থেকে তা শুনতেন। এই কারণে সুন্নত হিসেবে সারা বিশ্বের মুসলিমগণ সম্পূর্ণ তারাবীতে গোটা কুরআন খতম করে থাকেন।

পূর্বেকার সমস্ত আসমানী গ্রন্থ নাজিলের সাথে এই মাসের এক খাছ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিকগণ লিখেছেন, অন্যান্য বড় বড় আসমানী কিতাবও এই মাসেই নাজিল হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর সহীফাসমূহ এই মাসের ১ অথবা ৩ তারিখে নাজিল হয়। হযরত দাউদ (আঃ) কে ১২ অথবা ১৮ রমজান যাবূর কিতাব দেওয়া হয়। হযরত মুসা (আঃ) কে ৬ রমজান তাওরাত কিতাব দেওয়া হয়। হযরত ঈসা (আঃ) কে ১২ অথবা ১৩ রমজান ইঞ্জীল কিতাব দেওয়া হয়। এতে বোঝা যায় যে, আল্লাহপাকের কিতাবের সাথে এই মাসের বিশেষ সম্পর্ক রয়েছে। এই কারণেই এই মাসে বেশী বেশী কুরআন তেলওয়াত করা দরকার। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে সেই ব্যাক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় (বুখারী, আবু দাউদ, তিরমিজী)। অন্য এক হাদিসে হুজুর (সাঃ) এরশাদ করেন, যে ব্যাক্তি কুরআনের একটি অক্ষর পড়বে সে এক নেকী লাভ করবে এক নেকী দশ নেকীর সমান হবে। আমি বলি না যে ’আলিফ-লাম-মীম’ একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মীম একটি অক্ষর (তিরমিজী)। এই ছওয়াব রমজান ছাড়া অন্যান্য মাসের জন্য প্রযোজ্য। রমজান মাসে এই ছওয়াব কমছে কম আরও ৭০ গুণ বৃদ্ধি করা হয়।

কুরআন হলো একটি জীবন্ত মো’জেজা। এটিই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা এখনও অবিকল অবস্থাই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এর তেলওয়াতের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা সম্পর্কে জানা যায়। আমাদের প্রিয়নবী মুহাম্মদ (স.)-এর গোটা জীবনটাই ছিল কুরআনের কার্বন কপি। তাই আসুন, আমরা এই মহিমান্বিত মাসে বেশী বেশী কুরআন তেলওয়াত করি, তার অর্থ বুুঝার চেষ্টা করি।

লেখক: প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী
অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!