বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, রমযান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মনিবেদন করার মাস। রোযা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি যাতে আমাদের হৃদয়ে সহমর্মিতার বীজ বপন হয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা শুধু শারীরিক অনুশীলন নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করে।
তিনি বলেন, পবিত্র কুরআনুল কারিম এই মাসে নাজিল হয়েছে। মানবতার মুক্তির দিশারী ও সত্য-মিথ্যার পার্থক্যকারী এই কিতাব। এই মাসে আমরা ধৈর্য, কৃতজ্ঞতা ও উদারতার সর্বোচ্চ গুণ অর্জনের চেষ্টা করি। তারাবির নামাজ আদায়, কুরআন তেলাওয়াত ও দান-সদকা করার মাধ্যমে আমাদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি হয়।
রবিবার (৯ মার্চ) খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে ভান্ডারপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, শুধুমাত্র পানাহার বর্জনের নামই সিয়াম পালন নয়, বরং সকল প্রকার পাপ কাজ বর্জন করে চোখ, হাত, কান, পা সবকিছু দিয়েই পাপাচারের পথ বর্জন করে চলার নাম হল প্রকৃত সিয়াম পালন। কেননা শুধুমাত্র পানাহার বর্জন করলেই আল্লাহর দরবারে সিয়াম হিসাবে কবুল হয় না।
তিনি বলেন, রামাদ্বানের একমাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাক্বওয়ার প্রশিক্ষণের উপর বাকি এগারো মাস নিজে চলা, পরিবার চালানো এভাবে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত চেষ্টা করাই হলো রামাদ্বানের মূল শিক্ষা।
তিনি মাহে রমদ্বানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। কয়রা উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লার ঘরে ঘরে ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আমাদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান, ভান্ডারপোল মদিনাতুল উলুম কওমীয়া মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান, খান সাহের কোমর উদ্দিন কলেজের প্রভাষক আনোয়ারুল কাদির, সাজ্জাদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
খুলনা গেজেট/এমএম