ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক বিবৃতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উপাচার্য বলেন, সহিংসতা কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের উপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের উপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
খুলনা গেজেট/এএজে