খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

কুয়েটে প্রথমবারের মতো ন্যাশনাল জব ফেয়ার, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

একরামুল হোসেন লিপু

বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পর চাকরির বিড়ম্বনা থেকে মুক্ত করার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট (স্পেকট্রাম) আয়োজন করেছে দুই দিনব্যাপী National job fair ” Job speces-2025″ । সোমবার (১৩ জানুয়ারি) বেলা ৩ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এ জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শরীফুল ইসলাম।

দেশীয় ১৯ টি কোম্পানি এ জব ফেয়ারে অংশ নেয়। কোম্পানীগুলো হল এসিআই মটরস, এপেক্স, বিডি অ্যাপস, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, ক্রাউন সিমেন্ট, হামিম গ্রুপ, হ্যামকো, ইকিগাই, লিংক থ্রি মেঘনা গ্রুপ, মেট্রোসিস সিমেন্ট, নাভানা, পাঠাও, টাইগার্স, এমজিআই, কুয়েস্ট।

জব ফেয়ারের এ আয়োজনে কুয়েট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

কুয়েটের ইলেকট্রিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবি চাকমা বলেন, “কুয়েটে অনুষ্ঠিত এ জব ফেয়ারে এসিআই, বিডি জবস ‘র মতো অনেক বড় বড় কোম্পানি এসেছে। মূলতঃ তারা এসেছে স্টুডেন্টদের হায়ার করার জন্য। এটা নিঃসন্দেহে অনেক ভালো উদ্যোগ। এতে করে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা খুব ইন্সপায়ার হব।

তিনি বলেন, আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি সামনে যখন দেখবো এ ধরনের ইভেন্ট আরও হচ্ছে, আমরা আরও বেশি উপকৃত হব। জব ফেয়ারে আমাদের মতো শুধু কুয়েটের স্টুডেন্ট নয় অন্যান্য ইউনিভার্সিটি থেকেও অনেক স্টুডেন্ট এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এ জাতীয় ইভেন্ট প্রতিবছর হওয়া উচিত বলে আমি মনে করি”।

কুয়েটের আই এম ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাবেক স্পেকট্রাম ‘র সভাপতি সাজ্জাদ হোসেন ফরহাদ বলেন, “প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে কুয়েটে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। ১৯ টি কোম্পানিসহ কিছু পার্টনার আছে। কুয়েটের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। ফোর্থ ইয়ারে থাকাকালীন একজন শিক্ষার্থী অনেকগুলো কোম্পানীর সাথে তারা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে আমরা জব করতে পারি সেটা খুব সহজে ইএস আর’ র সাথে কথা বললে জানতে পারতেছি। স্পেকট্রামকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি আয়োজনের জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এমন আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক বড় বড় কোম্পানি আসবে”।

জব ফেয়ারের আয়োজক প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট (স্পেকট্রাম) ‘র সভাপতি নাহিয়ান ইমদাদ লামিম বলেন, মেইনলি প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে রিসেন্টলি বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট হচ্ছেন এসব কোম্পানিদের সাথে ইন্ট্রাস্ট্রিয়াল লেভেলের যারা আছেন তাদের সাথে পরিচিত হতে পারবে। তাদের কি ধরনের চাহিদা আছে সে সম্পর্কে ধারণা নিতে পারবে। কুয়েটের স্পেকট্রাম ক্লাবের পক্ষ থেকে এটা প্রথম ন্যাশনাল জব ফেয়ার। আমাদের এ ক্লাবের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্কিল ডেভেলপমেন্ট গ্র্যাজুয়েশনের পর তারা চাকরির খোঁজে থাকবে। সো তাদের হ্যাসেল নিতে না হয় সেজন্য কোম্পানিগুলোকে আমাদের এখানে আনতে সক্ষম হয়েছি। আজ উদ্বোধনের পর বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বেলা ১১ টা থেকে টানা সন্ধ্যা ৭ টা পর্যন্ত জব ফেয়ার চলবে। প্রথম দিনেজব ফেয়ারে স্টুডেন্টেদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কুয়েটসহ বাইরের স্টুডেন্টসহ প্রায় সহস্রাধিক স্টুডেন্টের সমাগমন হয়েছে।

তিনি আরও বলেন, এটা জাতীয় জব ফেয়ার। খুলনার বাইরের স্টুডেন্টরাও এ জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন। আজ যারা সিভি জমা দিয়েছেন আগামীকাল অনেক কোম্পানি তাদের ইন্টারভিউ নিবেন। রিটেনও নিবেন। আগামীকাল জানা যাবে কতজন সিভি জমা দিয়েছেন”।

জব ফেয়ারে কোম্পানিগুলো তাদের প্লাকার্ডে লিখেছে “সম্ভব আছে আপনার কাঙ্ক্ষিত চাকরি আপনার কাঙ্খিত লোকেশনে”।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!