খুলনা, বাংলাদেশ | ৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬
  কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

শোকাবহ আগস্টে সাতক্ষীরায় আলোক প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহিদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আলোক প্রজ্জ্বলনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শোকের মাস আগস্টের শহিদদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজাহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসস্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিয়ষক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, কার্যকরী সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিস খান চৌধুরী বকুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসনে বাপ্পি, তাঁতী লীগের সহ-সভাপতি মিলন রায়, যুগ্ম সম্পাদক মেহেদী আলী সুজয়, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সিটি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভির হাসান জুয়েল, সাবেক ছাত্র নেতা রনজিৎ ঘোষ প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!