বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দীর্ঘ চারমাস পর চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবে বিএনপি। এ লক্ষ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গতকাল যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন।
খুলনা গেজেট/এএজে