খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান
  ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজার ২৯৪, আহত ১২ হাজার ১৯ জন : রোড সেফটি ফাউন্ডেশন

কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শহরের কাচ্চি ডাইনসহ
দুই প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।

গত ২৭ ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় উদ্বোধন হয় কাচ্চি ডাইন নামক একটি প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্টানটি ব্যাপক প্রচার পায়। ঠিক এমনই এক সময়ে প্রতিষ্ঠানটির খাবারে চুল ছিল এমন অভিযোগ তোলে কোন বেসরসিক ফেসবুকার। শুরু হয় ব্যাপক আলোচনা।

এরই এক পর্যায়ে মঙ্গলবার ভোক্তা অধিকারের কর্মকর্তারা প্রতিষ্টানটিতে অভিযান চালায়। তারা সেখানকার খাবারে চুল না পেলেও রন্ধনশালায় অপচ্ছিন্ন পরিবেশ এবং কর্মীদের মুখে মাস্ক ও এপ্রোন ব্যবহার না করার প্রমান পায়। এছাড়া রাধুনীর হাফহাতা পোশাক পরা ছিল, যা স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক নয়। এসব নানান অভিযোগে কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, কাচ্চি ডাইনের খাবারে ব্যবহৃত মাংস খুলনা থেকে আনা হয়, যা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে মাংস সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা বলা হয়েছে।

এদিকে অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকার আলমাছ স্টোরকেও জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক ও লেবেল যথাযথভাবে ব্যবহার না করার জন্য তাদেরকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, এই ধরনের অভিযান ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য এবং পণ্য প্রাপ্তির অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে।

উল্লেখ্য, অভিযানের সময় কাচ্চি ডাইন ও আলমাছ স্টোর কর্তৃপক্ষ তাদের ভুলত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!