খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কলারোয়ায় পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ৫

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ আটককৃত মাদক কারবারিকে ছাড়িয়ে নেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলারোয়া থানার উপ-পরিদর্শক নিকুঞ্জ রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কলারোয়ার কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ে মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, একই গ্রামের হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন।

মামলার বাদি উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, তিনি ও তার সহকর্মী উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থান করছিলেন। এ সময় তারা গোপনে খবর পান যে, কাজীরহাট বাজারের ব্র্যাক মোড়ের পাশে মোসলেম কারিকরের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। রাত ৯টা ৫ মিনিটে তারা মোসলেম কারিকরের দোকানের সামনে পৌঁছালে সোহাগ হোসেন নামের এক যুবক হাতে ২০/২৫ বোতল ফেন্সিসডলসহ পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানোর সময় আটককৃত আসামীসহ বাদশা, মনিরুল, বাবু কাগুচী, মুজিবর কাগুচী ও ছবিরণসহ ১০/১২ জন জহুরুল ও রাসেল সোহাগের হাতে থাকা ফেন্সিডিলের ব্যাগ কেড়ে নেয়।

এ সময় তারা পুলিশের উপর হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় উপপরিদর্শক মিজানুর রহমানের বাম হাতের কনুইতে হাড়ভাঙা জখম হয়। খবর পেয়ে কলারোয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পাঁচজন হামলাকারিকে গ্রেপ্তার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালিয়ে ফেন্সিডিলসহ সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় উপপরিদর্শক নিকুঞ্জ রায় বাদি হয়ে শনিবার থানায় জিআর-৬৬/২৫ নং মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত পাঁচজনসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে গ্রেপ্তারকৃত পাঁচজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো জানান ওই পুলিশ কর্মকর্তা।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!