খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

কলম্বিয়ার কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১১

গেজেট ডেস্ক

সেন্ট্রাল কলম্বিয়ার একটি কয়লাখনিতে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন মারা গেছে এবং আরো ১০ জন আটকা পড়েছে। কুন্দিনামার্কা বিভাগের গভর্নর বুধবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

গভর্নর নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে বলেছেন, খনিতে কর্মরত শ্রমিকের যন্ত্রের স্ফুলিঙ্গের কারণে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুতাতাউসার পৌরসভায় দুর্ঘটনাটি ঘটে।

গার্সিয়া জানিয়েছেন, খনিতে অনুসন্ধানে শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। খনি শ্রমিকরা মাটির দুই হাজার ৯৫০ ফুট নিচে আটকা পড়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

গভর্নর বলেন, প্রতিটি মিনিট পার হওয়ার অর্থ অক্সিজেন কমে যাচ্ছে।

তেল এবং কয়লা কলম্বিয়ার প্রধান রপ্তানি পণ্য। সেখানে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। আগস্টে কেন্দ্রীয় কুন্দিনামার্কা বিভাগের একটি ধসে পড়া অবৈধ কয়লাখনি থেকে ৯ খনি শ্রমিককে উদ্ধার করা হয়। ল্যাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২০২১ সালে খনি দুর্ঘটনায় ১৪৮ জন মারা গিয়েছিল।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!