খুলনার কয়রা উপজেলার সদরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ওবায়দুল্লাহ (৩২) নামের এক যুবক আহত হয়েছে।স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে নিকটস্থ কয়রা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনাতে প্রেরণ করেছেন।
বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলা সদরে মধুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওবায়দুল্লাহ উত্তর বেদকাশী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মধুর মোড়ের দিকে আসছিল এসময় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে মধুর মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে দুর্ঘটনা ঘটে। এতে তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে নিকটস্থ কয়রা হাসপাতালে ভর্তি করে।
কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে কয়রা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় ডাক্তারদের পরামর্শে আমরা একটি অ্যাম্বুলেন্স দিয়ে তাকে খুলনাতে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
তিনি কয়রা সদরে দুর্ঘটনা রোধে তিন থেকে চারটি বিট দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
খুলনা গেজেট/এনএম