খুলনার কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের নিষ্ক্রিয় থেকেও আহবায়ক পদে বহাল ও নানা মুখে বিতর্কিত ভূমিকার কারণে তাকে অবঞ্চিত ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে উপজেলা সদরের মধুর মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনের অংশ না নিলেও গোলাম রব্বানীকে উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে এটা সাধারণ ছাত্রদের সাথে বৈষম্য করা হয়েছে। জানিয়ে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, আহবায়ক গোলাম রব্বানী জাতীয় নাগরিক পাটির ব্যানারে ইফতার মাহফিলের নামে ব্যক্তিগতভাবে চাঁদাবাজি করেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেবব্রত দেবু , খুলনা সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আবিদ মাহমুদ আপন, বিএল কলেজের শিক্ষার্থী খলিলুর রহমান, জুলায়ক আন্দোলনের আহত মনিরুল ইসলাম, শিক্ষার্থী একরামুল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে