খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

কপিলমুনি বধ্যভূমি পরিদর্শনে প্রতিমন্ত্রী কে এম খালিদ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ(এমপি)। সরকারী সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) কপিলমুনির বধ্যভূমি পরিদর্শন করেন তিনি।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী সকাল সাড়ে দশটায় উপজেলার কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আ’ লীগ নেতা হেদায়েত আলী টুকু, বর্তমান সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু সহ স্থানীয় সুধী সমাজ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বধ্যভূমি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বেলা ১২ টায় কয়রা উপজেলার মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন করেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!