খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
  চাঁদপুরের হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মৃত্যু
  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি

কপিলমুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে শনিবার মুন্সি আফজাল হোসেন ও সেলিনা খাতুন ফাউন্ডেশনের সৌজন্যে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালস্ এর আয়োজনে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আইউব আলী মোড়ল ও মুন্সী মাসুদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিমেড ইউনিহেলথ্ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, সাবেক যুগ্ন-সচিব ময়েজ উদ্দিন আহমেদ, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব ভদ্র, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও প্রভাত দেবনাখ প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রওশন আরা বেগম, খুলনা সদর হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ এফসিপিএস গাইনী বিভাগের ডা. মনিকা রানী সাহা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. নিশিথ রঞ্জন দে, যশোর ডিএমআর ম্যাটাসের অধ্যক্ষ ফ্যামিলি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস আজিজুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের সহকারী অধ্যাপক স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রভাত কুমার সরকার, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালের কনসালটেন্ট শিশু নিউরোলজী ডা. মহুয়া চন্দ্র, ঢাকা ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টারের কনসালটেন্ট ইউরোলজিস্ট, জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জন ডা. মো. আব্দুস সালাম, খুলনা শহীদ শেখ আবু নাসের স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট মেডিসিন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডায়বেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন ও শিশু রোগ অভিজ্ঞ ডা. স্বপন মজুমদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিঠুন দেবনাথ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও নিউরোলজী বিভাগের ডা. বিশ্বজিৎ মন্ডল, কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালের মেডিকেল অফিসার (হেলথ) ডা. হালিমা খাতুন ও অবসর প্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসক ডা. জিষ্ণুপদ মুখার্জী।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশীদ। অনুরুপ ভাবে আজ রবিবার হরিঢালী ইউনিয়নে মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে চিকৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!