খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

কটকায় একসাথে তিন বাঘের দেখা পেলেন পর্যটকরা

মোরেলগঞ্জ প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় আবারও একসাথে তিনটি বাঘ দেখতে পেয়েছেন পর্যটকরা। এর মধ্যে দুটি বাঘ অপর একটি বাঘকে আক্রমণ করে সুন্দরবনের নদীতে ফেলে দেয়। রোবিবার (২০ জানুয়ারি) কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে তিনটি বাঘ একসাথে দেখতে পেয়েছেন বলে প্রতক্ষ্যদর্শীরা।

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এম,ভি আলাস্কা এর খুলনার পর্যটক গাইড মোঃ আলামিন মুঠোফোনে জানান, রবিবার দুপুরে তাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান লঞ্চে থাকা পর্যটকরা। এক সাথে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহুর্ত প্রত্যক্ষ করেন তারা। পরে বাঘের দৃশ্য ধারণ করেন। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ ও একটি মাদী বাঘ।

তিনি আরও জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমন করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষন ধরে পানিতে ভাসতে ছিলো। পরে সাতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। এসব মুহুর্তের দৃশ্য ধারণ করেন তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোয়েবুর রহমান সুমন জানান, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমনরত পর্যটকরা বনের বেতমোড় এলাকায় একসাথে তিনটি বাঘ দেখেছেন বলে তাদের জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় বনরক্ষীদের টহলদান কালে তিনি নিজেই এক সাথে চারটি বাঘ দেখতে পেয়েছেন জানান।

ওই কর্মকর্তা আরও জানান, চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির আঙ্গিনায় এক সাথে তিনটি বাঘ ২০ ঘন্টা ধরে অবস্থান নিয়েছিলো।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!