খুলনা, বাংলাদেশ | ২৩ কার্তিক, ১৪৩১ | ৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬
  অন্তর্বতী সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, আশা তারেক রহমানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গেল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে টাইগারদের।

এরপরই এসেছে আরও এক অস্বস্তির খবর। ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এবার তাকে নিয়ে জানা গেল আরও এক খারাপ খবর। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজ শুক্রবার এমনটি জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’

ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।

এদিকে, অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমকে মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!