খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি; গেজেট শিগগিরই

ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র যাত্রা শুরু

বিনোদন ডেস্ক

বিনোদন অনুষ্ঠানে দীপ্ত টেলিভিশনের নতুন পদক্ষেপ ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভির নিজস্ব ভবনে ‘দীপ্ত প্লে’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী এবং মাজহার চৌধুরী।

পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের উদ্দেশ্যে ‘দীপ্ত প্লে’ নির্মাণ করছে সুস্থ ধারার বিনোদন অনুষ্ঠান। নতুন নতুন ফিল্ম আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে ‘দীপ্ত প্লে’ অরিজিনালস-এ। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি এমন অদ্ভুত সব গল্পের সিরিজ নিয়ে হাজির হয়েছে নতুন এ ওটিটি প্ল্যাটফর্মটি।

আবু হায়াত মাহমুদের পরিচালনায় এ প্লাটফর্মে আসবে ‘অগ্নিপুরুষ’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় আসবে ‘পরী’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আসবে ‘শহরে অনেক রোদ’, অনিমেষ আইচের পরিচালনায় ‘আঁশটে’। একই সঙ্গে আনকোরা সব বিদেশি ডাবিং সিরিয়াল থাকছে ‘দীপ্ত প্লে’তে। থাকছে দীর্ঘ সিরিজ, যা প্রতিটি দিনই ধরে রাখবে দর্শকের মনোযোগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় বলেন, ভবিষ্যৎ বিনোদন হবে সম্পূর্ণ ইন্টারনেট প্রযুক্তি নির্ভর। নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম ডিজিটাল বাংলাদেশের ফসল। আমাদের ভুলে গেলে চলবে না, সংযুক্ত এবং স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মগুলো বিনোদন খাতকে নিয়ে যাবে নতুন দিগন্তে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!