খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

এখন এ-চালানের মাধ্যমেই দেয়া যাবে শুল্ক-কর

গেজেট ডেস্ক

এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাঁদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড এ-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দিতে পারবে। শনিবার এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমসের সিস্টেমের সাথে এ-চালান সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক একাউন্ট হতে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেয়ার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থবিভাগের আইবিএএসপ্লাস টিম।

বিদ্যমান ব্যবস্থায় করদাতাগণ দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায় বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়।

এ-চালানের মাধ্যমে জমা দেয়া এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের ট্রেজারিতে জমা হবে বিধায় সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।

চলতি বছরের ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টমসে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তীতে, পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস গত ৩ জুলাই একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেয়া চালু করেছে। ৭ জুলাই থেকে ঢাকা কাস্টমসসহ অপর কাসটমস হাউস একই সেবা চালু করবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!