খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

একাত্তরে খুলনা রণাঙ্গনে খায়রুল কবির লনী

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা খন্দকার খায়রুল কবির লনী। পিতা মৃত খন্দকার হায়দার আলী, মা খালেদা খাতুন, টুটপাড়া মেইন রোডের অধিবাসী। জন্মেছেন ১৯৫৭ সালের ২৪ অক্টোবর, মৃত্যু ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর।

১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বাবা এসডিও অফিসের পেশকার ছিলেন। তার বাড়ির ঠিক পূর্বপাশের্^ রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা মাওলানা ইউসুফের বাড়ি।

টুটপাড়ার ইসহাক রাজাকারের অবস্থান খালেক মেম্বারের বাড়ির সন্নিকটে। তিনি তাদো কার্যকলাপ পছন্দ করতেন না। যুদ্ধে অংশ নেওয়ার জন্য একদিন তিনি ভারতে চলে যান। বশিরহাট বিএলএফ ক্যাম্পে টুটপাড়ার শেখ আব্দুস সালাম ও শেখ আব্দুস সাত্তার এর সাথে দেখা হয়। তারা তাকে প্রশিক্ষণার্থী বিএলএফ তালিকাভুক্ত করে টেট্টা ক্যাম্পের অবস্থানের পরামর্শ দেন। সেখানে কয়েকদিন অবস্থানের পরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হয়ে দমদম বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে সেনা ট্রাকযোগে টা-ুয়া ক্যাম্পে প্রশিক্ষণের জন্য উপস্থিত হন। প্রশিক্ষণ শেষে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে ফিরে আসেন।

খুলনা জেলা বিএলএফ’র প্রধান শেখ কামরুজ্জামান টুকুর নেতৃত্বে দেবহাটা সীমান্ত পার হয়ে পাইকগাছা পাতড়াবুনিয়া বিএলএফ সদর দপ্তরে পৌঁছান। সেখান থেকে লিডার বটিয়াঘাটার বিনয় সরকারের নেতৃত্বে বটিয়াঘাটার বারোআড়িয়া রাজাকার ক্যাম্প আক্রমণে অংশগ্রহণ করেন। তার সহযোদ্ধারা ছিলেন তপন কুমার বিশ^াস, নুরুল ইসলাম খোকন, শহীদ আব্দুল আজিজ প্রমুখ। কপিলমুনি যুদ্ধ ও গল্লামারীস্থ রেডিও সেন্টার দখলের যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে অস্ত্র জমা দিয়ে তিনি শিক্ষা জীবনে ফিরে যান।

(সূত্র : মোঃ আবু জাফর রচিত মুজিব বাহিনী খুলনা জেলা ৭১)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!