এক যুগেরও বেশি সময় পর যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বন্ধাত্ব কাটলো। অবশেষে ব্যবসায়ী এ সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ নাম ঘোষণা করেন চেম্বার অফ কমার্সের নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসিল্যান্ড (সদর) রিয়াজ উদ্দিন আহমেদ ও ফিরোজ আহমেদ।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহযোগী শ্রেণীতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, ব্যবসায়ী মিজানুর রহমান খান, জাহিদ হাসান টুকুন, গোলাম রেজা, সৈয়দ শাহজাহান আলী খোকন, রেজাউল করিম ও ইসমাইল হোসেন মিলন।
সাধারণ শ্রেণীতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, মঞ্জুর হোসেন মুকুল, সাজ্জাদুর রহমান সুজা, কাসেদুজ্জামান সেলিম, এজাজ উদ্দিন টিপু, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, খায়রুল কবির চঞ্চল, নুর আলম পাটোয়ারী, নুরুজ্জামান লিটন, তানভিরুল ইসলাম সোহান, মোকছেদ আলি, এস এম সাইফুল ইসলাম লিটন ও শ্যামল দাস। গ্রুপ শেণী থেকে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
এর আগে ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচনী তফশিল গত অক্টোবর মাসে ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ২৬ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল। সেখানে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় উপরোক্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ্যাত্ব বিরাজ করছিল। নানা কারণে নির্বাচন দিতে পারেনি সংগঠনটি। পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রশাসক নিয়োগ করেই ব্যবসায়ীদের এ সংগঠনটি পরিচালিত হচ্ছিল।
খুলনা গেজেট/ টিএ