সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়ন জাতীয়তাবাদি মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিস ও বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৯ মার্চ) সাতক্ষীরার আমলী-২য় আদালতের বিচারক মোছাঃ রাফিয়া সুলতানা মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমানের ৫ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী অ্যাড. ওকালত আলী সাতক্ষীরা শহরের পলাশপোলের আতিয়ার রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার কুচপুকুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও আগরদাঁড়ি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি সাইফুল সরদারের অফিসে টাঙানো বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা দেয়াল থেকে নামিয়ে ছিঁড়ে ফেলে পদদলিত করে। ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার বেশ কিছু চেয়ার ও টেবিল। পরে তারা বাড়িতে ঢুকে ড্রয়ার থেকে এক লাখ ৫৪ হাজার টাকা, দুই ভরি সোনার গহনাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে।
এ ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে অ্যাড. ওকালত আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের নামে গত ২৬ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৪ মার্চ রাতে অ্যাড. ওকালত আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মহিতুর রহমান জানান, সোমবার আসামী ওকালত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য জেলখানা থেকে পুলিশ হেফাজতে আনা হবে।
খুলনা গেজেট/এমএম