সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কয়েকদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুকে পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা ভুয়া আইডি থেকে এসব গুজব ছড়াচ্ছে।
প্রধান উপদেষ্টার একটি ভুয়া পদত্যাগ পত্রের কপি দিয়ে ফেসবুকে প্রচার করা হয়। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ বিদেশে চলে গেছেন বলে বিমানের টিকেটের ছবি প্রচার করা হয়। সরকারের একাধিক উপদেষ্টা ও প্রেস উইংয়ের সাথে যোগাযোগ করে এগুলো ভুয়া প্রচার বলে নিশ্চিত হওয়া গেছে।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য পতিত সরকারের বট বাহিনী এসব প্রচারণা চালাচ্ছে।
প্রধান উপদেষ্টার যে ভুয়া পদত্যাগ পত্রে ২২ জানুয়ারি ২০২৫ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা বলা হলেও ভিতরে এক মাস ধরে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। প্রকৃত পক্ষে ড. ইউনূস পাঁচ মাস ধরে দায়িত্ব পালন করছেন।
দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন। প্রতিদিন তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন।
যা বাংলাদেশের মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে। সরকারের সাথে সংশ্লিষ্টরা এসব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে