খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

‘উদ্যোক্তা হওয়ার জন্য সৎ ও পরিশ্রমী হতে হবে’

গেজেট ডেস্ক 

সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য সৎ ও পরিশ্রমী হতে হবে। পরিকল্পিত উদ্যোগের ফলে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। বর্তমানে দেশ বাণিজ্যিক কৃষিতে এগিয়ে যাচ্ছে। এজন্য তরুণ উদ্যোক্তা বাড়ানোর জন্য ব্যাপক প্রচার বাড়াতে হবে। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। বাংলাদেশের যুবক ও নারীদের জন্য কৃষি ব্যবসায়ী প্রশিক্ষণ হলো একটি কৌশলগত বিনিয়োগ। যার মাধ্যমে আত্মকর্মসংস্থান বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নও চাঙ্গা হবে। পঞ্চাশজন যুবক ও নারী ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তাদের ব্যপক পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধি পাবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জিএম মহিউদ্দিন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!