খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

উইন্ডিজদের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রত্যাবর্তনের সঙ্গে ওয়ানডে সুপার লিগের শুরুটা বেশ দুর্দান্ত হয়েছে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। আর মাত্র একটি ম্যাচ, তাহলেই ব্যাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের গৌরবে ভেসে ৫৫ হাজার বর্গমাইলে সৌরভ ছড়াবে টিম বাংলাদেশ। সেটা হতে পারে আজ অতিথিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়েই। আর তা না হলে অপেক্ষা বাড়বে লাকি ভেন্যু, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তৃতীয় ম্যাচ পর্যন্ত। আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে আবার উইন্ডিজের মুখোমুখি হবে। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচটি জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে অধিনায়ক তামিম ইকবালের দলের। সঙ্গে সুপার লিগের খাতায় আরও ১০টি পয়েন্ট যোগ হবে বাংলাদেশের নামে।

ওয়ানডে ফর্ম্যাটে এ পর্যন্ত মোট ৭৩টি সিরিজ খেলেছে লাল সবুজের দল। যেখানে জিতেছে ২৫টিতে, হেরেছে ৪৪টি আর ড্র হয়েছে ৪টি। ২৬তম সিরিজটি নিজেদের করে নিতে টাইগারদের প্রয়োজন আর মাত্র একটি ম্যাচ। যা চলমান সিরিজ দিয়েই সম্ভবপর করে তুলতে পারেন সাকিব-তামিমরা। সেজন্য তাদের হাতে ম্যাচ আছে দু’টি এবং সবগুলোই ঘরের মাটিতেই।

করোনার দোহাই দিয়ে বাংলাদেশ সফর থেকে নাম সরিয়েছে নিয়েছেন ক্যারিবীয় মূল দলের ১০ জন ক্রিকেটার। দুজন আসেননি ব্যক্তিগত কারণ দেখিয়ে। ফলে তুলনামূলক শক্তিমত্তায় দুর্বল দল নিয়ে বাংলাদেশের সঙ্গে লড়তে এসেছে উইন্ডিজ। এদিকে ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ঘরের মাঠে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। এর যথাযথ প্রমাণ পাওয়া গেছে দুই দলের শুরুর ওয়ানডে ম্যাচে।

বুধবার ৬ উইকেটে পাওয়া জয়ের পর শুক্রবার সিরিজ নিশ্চিত করার মিশন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের সামনে। উল্টো চিত্র সফরকারীদের। সিরিজ বাঁচাতে যেকোনভাবে ম্যাচটি জিততে চাইবে ক্যারিবীয়রা। সে লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে দলে কোনো পরিবর্তনের আভাস নেই উইন্ডিজ শিবিরে।

তবে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। পেসার রুবেল হোসেনের পরিবর্তে চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। স্পিনার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে শেখ মেহেদী হাসানের অভিষেক ক্যাপ পাওয়াটাও খুব বেশি অবাক করা হবে না।

সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

উইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রায়মন রেইফার।

 

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!