খুলনা, বাংলাদেশ | ১২ আষাঢ়, ১৪৩১ | ২৬ জুন, ২০২৪

Breaking News

  মুন্সিগঞ্জেরের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
  সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

ঈদ শেষে হাতের যত্ন নিবেন যেভাবে

লাইফ স্টাইল ডেস্ক

কুরবানির ঈদে কম ঝক্কি যায় না। কুরবানির মাংস বিতরণ থেকে শুরু করে সংরক্ষণ করেই দিনের বেশিরভাগ সময় চলে যায়। এছাড়া রান্নাবান্নার কাজ তো আছেই। এই সব কাজ করতে গিয়ে ঈদুল আজহায় হাতের ওপর দিয়ে অনেক ধকল যায়। দিন শেষে হাতের ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। এমনকি মাংসের হাড় লেগে হাত কেটেও যায় অনেকের। তাই অন্য যেকোনো সময়ের চেয়ে এই ঈদে হাতের যত্নে গুরুত্ব দিতে হবে। আসুন জানি ঈদ শেষে হাতের যত্ন নিবেন যেভাবে,

ময়েশ্চারাইজার: হাত ময়েশ্চারাইজ রাখার গুরুত্ব অনেক বাজারে বিভিন্ন ভালো মানের হ্যান্ড ক্রিম পাওয়া যায়। দামও হাতের নাগালে। এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। না হলে ময়েশ্চারাইজিং বডি লোশন লাগালেও চলবে।

স্ক্রাবিং: কাজ শেষে কয়েক দফা হাত ধোঁয়া হয় এতে করে হাত রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই হাত ধোয়ার পর স্ক্রাবিং করতে হবে। এই স্ক্রাব চাইলে ঘরেই বানানো সম্ভব। দুই অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে এক চামচ লবণ বা চিনি মেশালেই তৈরি স্ক্রাব। এই স্ক্রাব দিয়ে হাত ম্যাসাজ করতে হবে দুই-তিন মিনিট। এরপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

মাস্ক: সারাদিনের ধকলে অনেক সময় হাতে ও নখে মসলার দাগ হয়ে যায়। এক্ষেত্রে বিশেষ মাস্ক ব্যবহার করা যেতে পারে। দুই চামচ বেকিং সোডা, দুই চামচ লেবুর রস ও সামান্য শ্যাম্পু মিশিয়ে হাতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে নখ ও হাত আলতো করে ব্রাশ করতে হবে। এতে সহজে হাতের দাগ চলে যাবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!