খুলনা, বাংলাদেশ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মহানগরীর আরামবাগ এলাকায় মধ্যরাতে সন্ত্রাসীদের আড্ডাখানা যৌথবাহিনীর ঘেরাও, গুলি ও অস্ত্র উদ্ধার
  চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
  চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো পাকিস্তান

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

গেজেট ডেস্ক

এবারের রমজান মাস হতে পারে ২৯ দিনের। আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়ালের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে এই তথ্য জানিয়েছেন জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের স্থানাংক বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ ২০২৫ বাংলাদেশ মান সময় ১৬ টা ৫৮.০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ঐ দিন সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ০.০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২.৩ মিনিট পূর্বে চন্দ্রাস্ত ঘটবে। ৩০ মার্চ ২০২৫ সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.৫ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ১.০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ঐ দিন ১৩ টা ১৯.৮ মিনিট বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ১৮ টা ১৪.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বাংলাভিশনকে বলেন, আমরা বাংলাদেশের আকাশে চাঁদের অবস্থান, আকার সবকিছু পর্যবেক্ষণ করে প্রতি মাসেরই নতুন চাঁদের স্থানাংক বিবরণী প্রকাশ করে থাকি। সেই অনুযায়ী আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে নাও দেখা যেতে পারে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জানতে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপরই নির্ভর করতে হবে বলে জানান এই আবহাওয়াবিদ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!