বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মশিউর রহমান বলেছেন আলেমদের অসতর্ক ও অবহেলার কারণে যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ বেগবান না হয় তাহলে আখেরাতের আদালতে আল্লাহ তায়ালার কাঠ গড়ায় দাড়াতে হবে। আলোমদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সকল ওলামায়ে কেরামদের এক কাতারে আসার উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজে মূল সংগঠক হিসেবে আলেমদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের খুলনা সদর থানার ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল আলেম ওলামাকে ঐক্যবদ্ধ করে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য ওলামায়ে কেরামগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাকে রুখবে এমন শক্তি ও সাহস কারো নেই। জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তারাই বিপদে পড়বেন। যারা উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে সাবধান হওয়ার আহবান জানান তিনি।
খুলনা সদর থানার ওলামা বিভাগের ডা. হাফেজ মাওলানা মো, সাইফুল্লাহ মানসুরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী সুলাইমান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ক্বারী মাহদি হাসান কাওসারী ও মাওলানা মো. জাহিদুল হক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওলামা বিভাগের খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ আ ন ম আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মুহাদ্দিস আবু বকর সিদ্দিক, খুলনা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মো. আব্দুর রহিম, খুলনা তালিমুল মিল্লাত ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খান এ সবুর মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. সালেহ আহমেদ, খুলনা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা গোলাম ক্বিবরিয়া, ওলামা সদর থানার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কালাল আজাদ, ডা. মাওলানা মো. ইউনুস, খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান, আইনজীবী থানা সভাপতি এডভোকেট আসাফুর রহমান, মুহাদ্দিস মাওলানা মো. আসাদুজ্জামান প্রমুখ।
সম্মেলনে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এদেশের অনেক আন্দোলনে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। দেশ ও ইসলাম বিরোধী যারা এখনও ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন সাবধান হয়ে যান। ফ্যাসিবাদের সকল দোসরদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এখনও যারা সরকারের আশে-পাশে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সম্মেলনে খুলনা সদর থানা ওলামা বিভাগের পুণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর, সহ-সভাপতি ডা. মাওলানা মো. ইউনুস আলী, সহ-সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, সেক্রেটারি হাফেজ মাওলানা মো. জাহিদুল হক, সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা মো. মাহদী হাসান কাওসারী, মাওলানা মাওলানা মো. শফিউল আজম, মাজলিসুল মুফাস্সিরিন সম্পাদক হাফেজ মাওলানা মো. রিয়াদুল ইসলাম শফিক, সহকারী মাজলিসুল মুফাস্সিরিন সম্পাদক মাওলানা মো. আজিজুল ইসলাম জিহাদী, তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম, সহকারী তালিমুল কুরআন সম্পাদক হাফেজ মুফতি তানজির রব্বানী যুখরুফ, মসজিদ মিশন সম্পাদক মাওলানা মো. শিরাজ বিন ইয়াকুব, অর্থ সম্পাদক মো. নুর আলম শিকদার, সহ অর্থ সম্পাদক ডা. মাওলানা মো. এম এ কাদের, অফিস সম্পাদক মাওলানা হুসাইন বিন আমজাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মো. কাজী হারুনর রশীদ, মানব কল্যাণ সম্পাদক মাওলানা মুহাদ্দিস আসাদুজ্জামান, দাওয়া সম্পাদক হাফেজ মাওলানা মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. শফিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. ইয়াকুব আলী, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমা, যুব ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাওলানা মো. সাব্বির তরফদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মো. হাবিবুল্লাহ বেলালী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মাওলানা মো. আব্দুর রহিম, মাওলানা মো. সালেহ আহমেদ, এইচ এম হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শেখ আব্দুল্লাহ। ২১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো. শফিকুর রহমান, ২২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুহাদ্দিস আসাদুজ্জামান, সেক্রেটারি মাওলানা মো. আশারাফ হোসেন, ২৩ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মজিদ, ২৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. নুর ইসলাম, সেক্রেটারি মাওলানা মুফতি তানজির রব্বানী যুখরুফ, ২৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. নুর আলম শিকদার, সেক্রেটারি মাওলানা মো. মনিরুজ্জামান, ২৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. কাইউম আহমেদ, সেক্রেটারি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, ২৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. শফিউল আজম, সেক্রেটারি মাওলানা মো. আসাদুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হুসাইন বিন আমজাদ, সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমান।
খুলনা গেজেট/এএজে