খুলনা, বাংলাদেশ | ৩০ মাঘ, ১৪৩১ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি
  ভোলার তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্ট শুরু ১৮ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের টূর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খুলনা ও কক্সবাজারে খেলবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে টূর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, খুলনা বিভাগে জাতীয় দলে ক্রিকেট খেলোয়াড় আছে, ফুটবল খেলোয়াড়ও আছে। ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্ট থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। পরবর্তীতে তারা জাতীয় দলে খেলবে সেই আশা করি। তিনি খুলনাবাসীকে এই ক্রিকেট টূর্নামেন্ট দেখার আহবান জানান।

বিভাগীয় কমিশনার আরও বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ সারাদেশে উৎসবের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের আগামী ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম মাদকাসক্তের দিকে যাতে ধাবিত না হয় সেই প্রচেষ্টায় আমাদের প্রধান উদ্দেশ্য। এদেশের তরুণ সমাজ দেশগঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে সেই আশা ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা জেলা স্টেডিয়াম ও বিভাগীয় স্টেডিয়ামে গ্রুপ- ‘এ’ এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ- ‘এ’ তে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ উত্তর ও বরিশাল বিভাগ। শুধু গ্রুপ পর্বের খেলায় নয়, খুলনায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। আগামী ১৬-১৮ মার্চ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ হবে ২ দিনের এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে ৩ দিনের ম্যাচ।

অপরদিকে গ্রুপ- ‘বি’ তে অংশ নেওয়া খুলনা বিভাগ, ঢাকা বিভাগ দক্ষিণ, সিলেট বিভাগ, ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগের খেলাগুলো কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, খেলা ১৮ ফেব্রুয়ারি শুরু হলেও দলগুলোর খেলোয়াড়রা ভেন্যুতে রিপোর্টিং করবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি।

গ্রুপ পর্বের খেলা আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিকেএসপি বনাম বরিশাল বিভাগ ও খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম ঢাকা উত্তর এবং কক্সবাজারে খুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগ ও ঢাকা দক্ষিণ বনাম ঢাকা মেট্রো’র খেলা অনুষ্ঠিত হবে।

২২-২৩ ফেব্রুয়ারি খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ, একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ বনাম ঢাকা উত্তর এবং কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ বনাম রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ বনাম ঢাকা মেট্রো’র খেলা, ২৬-২৭ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিকেএসপি বনাম রংপুর বিভাগ, খুলনা জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ বনাম বরিশাল বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম ঢাকা দক্ষিণ, সিলেট বিভাগ বনাম রাজশাহী বিভাগের খেলা, ২-৩ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে বিকেএসপি বনাম চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা উত্তর বনাম বরিশাল বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ, ঢাকা মেট্রো বনাম রাজশাহী বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।

আর গ্রুপ পর্বের শেষ চারটি খেলা হবে ৬ ও ৭ মার্চ। খুলনা জেলা স্টেডিয়ামে বিকেএসপি বনাম ঢাকা উত্তর, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম ঢাকা মেট্রো ও ঢাকা দক্ষিণ বনাম সিলেট বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১১-১৩ মার্চ খুলনা জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামে ২টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে গ্রপ- ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ- ‘বি’ রানার্স আপ এবং খুলনা জেলা স্টেডিয়ামে গ্রুপ- ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রপ- ‘এ’ রানার্স আপ দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী দুটি দল ১৬-১৮ মার্চ ফাইনালে অংশ নিবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দুই সেমিফাইনালে বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজী প্রমুখ।

খুলনা গেজেট/এম মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!