খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

ইভিএমের ধীরগতি, ভোগান্তিতে ভোটাররা

গে‌জেট ডেস্ক

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আজ সকাল থেকেই প্রায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ভোট দিতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ভোটারদের অভিযোগ, ভোটকেন্দ্রে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বুথে গিয়ে ভোট দিতেও প্রায় ১৫-২০ মিনিট সময় লাগছে।

১৯ নং ওয়ার্ডের নেউরা মমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে আমেনা বেগম নামের এক ভোটার বলেন, আমি দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। বুথে গিয়েও প্রায় ২০ মিনিট সময় লেগেছে ভোট দিতে। এদিকে সকালে বৃষ্টি হলেও প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে।

২৬নং ওয়ার্ডের বল্লভ পুর প্রাইমারী স্কুল কেন্দ্রের ভোটার জিয়াউল হক বলেন, আমি প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। ভোট দিতে অনেক ভোগান্তিতে পড়েছি। আমি যেমনটা মনে করেছিলাম আসলে ইভিএমে ভোট দেয়াটা অনেক কঠিন। আমি এ বিষয়ে অনেকটা জানার পরেও আমার দশ মিনিটের উপরে লেগেছে ভোট দিতে।

একই কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন আবু সালেহ আদনান।

অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আদনান বলেন, প্রথমবারের মতো ভোট দিলাম ভালো লাগছে। তবে ভিতরে খুব কষ্ট হয়েছে ভোট দিতে। ইভিএমে অনেক ধীরগতি।

নেউরা স্কুলের ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা মোরশেদ হাসিব জানান, সকালে মেশিনে কিছুটা সমস্যা ছিলো। তাই কিছুটা দেরি হয়েছে ভোট দিতে। এখন সবকিছু ঠিকঠাক চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!