খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী মিনি ট্রাক পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত

ইউপি নির্বাচন : ডুমুরিয়ায় শেষ মুহূর্তে ব্যস্ত প্রশাসনসহ প্রার্থীরা

ডুমুরিয়া প্রতিনিধি

আগামী ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার ১৪টি ইউনিয়ন।

নির্বাচনকে ঘিরে ১৪টি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন প্রার্থী এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৭শ’ ৬০ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৯শ’ ৮০ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ৭শ’ ৮০ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩০টি। কক্ষ সংখ্যা ৭০৫টি ও অস্থায়ী কক্ষ ৫৩টি। এছাড়া নির্বাচনের জন্য সকল মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র উপজেলায় পৌঁছে গেছে। ব্যস্ত সময় পার করছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এই প্রচার প্রচারণা চলাকালে সাহস, শোভনা, ভান্ডারপাড়া, মাগুরাঘোনা ও মাগুরখালীসহ কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। সংবাদ সম্মেলন, ডিবি পুলিশ দিয়ে কর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি ও মামলা পাল্টা মামলার ঘটনাও ঘটেছে। এছাড়া স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থীরা জোরপূর্বক ভোট কেটে নেয়ার হুমকি ধামকি দেওয়ায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোন প্রার্থী ভোট কারচুপি বা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের কোন ছাড় দেয়া হবে না। এজন্য ১৪টি ইউনিয়নে ১৪ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচনে ধামালিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোঃ রেজোয়ান হোসেন মোল্যা, জহুরুল হক, কামরুজ্জামান ফকির, আনিচুর গাজী, এসএম তোফাজ্জেল হক,জাহাঙ্গীর হাবিব টাইফুন,বাবুল আক্তার, আনারুল ইসলাম ও জিএম সাকি। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮৮২৮জন।

কেন্দ্র ৯টি রঘুনাথপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী খান শাকুর উদ্দিন, মনোজিৎ বালা, গাজী আব্দুল হক, এএম আমিনুর রহমান। সংরক্ষিত সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ২১৬১৪ জন। কেন্দ্র সংখ্যা ৯টি।

রুদাঘরা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোস্তফা কামাল খোকন, সাবেক চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান, মাহাবুবুল আলম, এসএম ইকবল হোসেন ও মনিরুল ইসলাম। সংরক্ষিত সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৯৯৬২ জন। কেন্দ্র সংখ্যা ৯টি।

খর্ণিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতবদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম মিতা, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শেখ দিদারুল হোসেন দিদার, আওয়ামীলীগ নেতা শেখ হেফজুর রহমান, শ্রমিকলীগ নেতা মেহেদী হাসান বিপ্লব। সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৬৭৪৮জন।কেন্দ্র সংখ্যা ৯ টি।

আটলিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ্যাডঃ প্রতাপ রায়, বিশিষ্ট ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দীন ও সরদার দৌলত হোসেন। সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৫২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ২৬২০৬ জন। কেন্দ্র সংখ্যা ১১টি।

মাগুরাঘোনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ রফিকুল ইসলাম হেলাল, আব্দুল আজিজ, শহিদুজ্জামান শহিদ, আশরাফুল ইসলাম,আব্দুল হালিম, আব্দুল আজিজ। সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৮৩৩৪ জন।কেন্দ্র সংখ্যা ৯টি।

শোভনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সরদার আব্দুল গনি ও বর্তমান চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য। সংরক্ষিত সদস্য পদে ১৩জন ও সাধারন সদস্য পদে ৪৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৭৪৫২ জন।কেন্দ্র সংখ্যা ৯ টি।

শরাফপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এইচ এ আই এম উবাঈদ উল্লাহ, রবিউল ইসলাম,ওহিদুজ্জামান,বিএম আলমগীর কবির, সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৪৪৪৬ জন।কেন্দ্র সংখ্যা ৯ টি।

সাহস ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ আব্দুল কুদ্দুস, এফ এম আনিসুর রহমান, মোঃ মাহাবুবুর রহমান,শাহা জালাল মোড়ল, সৈয়দ মুস্তাফিজুর রহমান। সংরক্ষিত সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ১৬৩৮৬ জন। কেন্দ্র সংখ্যা ৯ টি।

ভান্ডারপাড়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস,গোপাল চন্দ্র দে,খান জিয়াউর রহমান, বিপুল বিশ্বাস। সংরক্ষিত সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ভোটার সংখ্যা ১৪৮২০ জন।কেন্দ্র সংখ্যা ৯টি।

ডুমুরিয়া সদর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, শেখ রবিউল ইসলাম, মাসুদ রানা নান্টু। সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ভোটার সংখ্যা ২৩১৩৭ জন। কেন্দ্র ৯ টি।

রংপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রাম প্রসাদ জোয়াদ্দার, সমরেশ মন্ডল, কাজল বিশ্বাস ও শিবপদ জোয়াদ্দার। সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১৫০৫৪ জন। কেন্দ্র ৯ টি।

গুটুদিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী কাজী আলমগীর, সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সাংবাদিক কাজী আব্দুল্লাহ,শেখ তুহিনুল ইসলাম,আবুল হাসান গাজী, কবির হোসেন ।সংরক্ষিত সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ২০৬৭৭ জন। কেন্দ্র ১০ টি।

মাগুরখালী ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী করছেন করছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিমল কৃষ্ণ সানা,সুজিৎ কুমার মন্ডল ও দ্বীনবন্ধু বালা।সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৩জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ১২০৯৩ জন। কেন্দ্র ৯টি।

এ ব্যাপারে ১৪টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, নির্বাচন কমিশন কল্লোল বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানায়, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেন, ডুমুরিয়ার ১৪ ইউনিয়নের ইউপি নির্বাচন জনগণের ইচ্ছাতেই ভোট অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!