খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ইউপি চেয়ারম্যান এসএসসি পরীক্ষার্থী, সিকবেডে দিচ্ছেন পরীক্ষা

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ (৫৪) এ বছর এসএসসি পরীক্ষার্থী। রবিবার (১৪ নভেম্বর) সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অসুস্থ শয্যায় (সিকবেড) বসে তিনি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়ভাবে জানা গেছে, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ প্রকৃতভাবে অসুস্থ নন। তিনি পরীক্ষায় অনৈতিক সুবিধা গ্রহণের জন্য একা একটি কক্ষে পরীক্ষা দিচ্ছেন।

এতদিন পর পরীক্ষা কেন জানতে চাইলে ফকির আব্দুল্লাহ জানান, লেখাপড়ার কোনও বয়স নেই। ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ইংরেজি প্রথম পত্রে ফেল করি। পরবর্তীতে বিভিন্ন কারণে আর পড়াশোনার সুযোগ হয়নি। গত বছর নবম শ্রেণীতে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। পড়াশোনা করেই পরীক্ষা দিতে এসেছি। এসএসসিতেও ভালো রেজাল্ট আশা করছি ইনশাল্লাহ। এসএসসি পাসের জন্য দীর্ঘদিনের অভিলাষ রয়েছে।

শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কারিগরি শাখার কেন্দ্র সচিব মো: জাহিদুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ নিজেকে অসুস্থ দেখিয়ে অসুস্থ শয্যার (সিকবেড) আবেদন করেছেন। তারই আবেদনের প্রেক্ষিতে তাকে সিকবেডে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ৫ জুন ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৮ মে ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ফকির আব্দুল্লাহ বিগত ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি-৩ তে দক্ষতা ভিত্তিক অসাধারণ কাজের স্বীকৃতি স্বরুপ স্বর্ণপদক লাভ করেন। দক্ষতা ও সাবধানতার সাথে করোনা মোকাবেলার কারণে তিনি মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হয়েছেন। দীর্ঘ ১০ বছরের অধিক সময় থেকে তিনি বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!